শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ছায়ানটে রবীন্দ্রনাথ স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটে রবীন্দ্রনাথ স্মরণ

গত ২২ শ্রাবণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণবার্ষিকী। গতকাল গানে-কবিতায় কবিকে স্মরণ করল ছায়ানট।

এদিন সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় আয়োজন। পরিবেশনার প্রথমেই ছিল ছায়ানটের শিল্পীদের কণ্ঠে সম্মেলক গানে ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’। এরপর ছিল একক গানের পরিবেশনা। এ পর্বে একে একে গান পরিবেশন করেন ‘ভয় হতে তব অভয় মাঝে’-মাকসুরা আখতার অন্তরা, ‘আপনি অবশ হলি’- এ টি এম জাহাঙ্গীর, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’- সত্যম কুমার দেবনাথ, ‘আমি মারের সাগর পাড়ি দেব’- তানিয়া মান্নান, ‘নিশি-দিন ভরসা রাখিস’- অভিজিৎ দাস, ‘তবু, পারি নে সঁপিতে প্রাণ’- অসীম দত্ত, ‘তার আপন জনে ছাড়বে তোরে’- আইরিন পারভীন অন্না, ‘প্রচ- গর্জনে আসিল একি দুর্দিন’-মোস্তাফিজুর রহমান তূর্য, ‘এই কথাটা ধরে রাখিস’- অমী দেবনাথ, ‘পিনাকেতে লাগে টঙ্কার’- তাহমিদ ওয়াসীফ ঋভু ও ‘এখন আর দেরি নয়’- আজিজুর রহমান তুহিন। আবৃত্তি পর্বে ছিলেন ‘শিশুতীর্থ (অংশবিশেষ)’ পরিবেশনায় জয়ন্ত রায় এবং একক পাঠ পর্বে ‘সত্যের আহ্বান’ সুমনা বিশ্বাস। সম্মেলক গানে শিল্পীদের কণ্ঠে ছিল ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’ ও ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে’। সব শেষে ছিল জাতীয় সংগীতের পরিবেশনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর