রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

এক দিনে আক্রান্ত ১০১

বরিশালে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুজনসহ চলতি মৌসুমে মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে গতকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড ১০১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। গতকাল বিকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পাঠানো তথ্যে এ কথা জানা গেছে। আক্রান্তের এ সংখ্যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম ল। সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে বলে জানান এ কর্মকর্তা।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে গতকাল জানানো হয়, শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন পটুয়াখালী সদর উপজেলার মো. সোলাইমান ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাহার হাওলাদার (৪৫)। উভয়েই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভর্তি রোগীর মধ্যে ২৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা জেলার বিভিন্ন হাসপাতালে ১৪ জন, পিরোজপুরে ১৪ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, গোটা বিভাগে ১৬ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১২ জন, বরগুনায় দুজন, পটুয়াখালীতে একজন ও ভোলায় একজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সর্বশেষ খবর পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় ২ হাজার ৫৮৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৬১ জন

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর