মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সাত মাসে গ্রাম আদালতে ৮৮১ মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরিশাল জেলায় গ্রাম আদালতে ৮৮১টি মামলা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সভা কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনের সঙ্গে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জানানো হয়, ৮৮১টি মামলার মধ্যে সরাসরি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে দায়ের হয় ৮০১টি। জেলা আদালত থেকে পাঠানো হয় ৮০টি মামলা। মামলা দায়েরকারীদের মধ্যে ৭০২ জন পুরুষ ও ১৭২ জন নারী রয়েছেন। এর মধ্যে ১৫৮ জন নারী গ্রাম আদালতের মাধ্যমে বিচার পেয়েছেন। মামলা নিষ্পত্তির সংখ্যা ৭৬১টি। মোট ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরিশালের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক গৌতম বাড়ৈ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জি। বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী কমিশনার মারজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহম্মেদ প্রমুখ। সভায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

সর্বশেষ খবর