শিরোনাম
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

গণ অভ্যুত্থানে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে

ড. বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

গণ অভ্যুত্থানে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজিত গতকালের আলোচনা সভায় একথা বলেন তিনি। গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজন সম্পাদক বলেন, এখন কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সময়ে এসেছে। কন্যাশিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কন্যাশিশুদের কর্তব্য হলো জ্ঞানার্জন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করা। আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অভিভাবকদের দায়িত্ব হলো কন্যাশিশুদের সর্বোচ্চ বিকাশের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা।

সর্বশেষ খবর