বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কাপড়!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কাপড়!

সিলেটে চিনির পর এবার পাথরের নিচে মিলল প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারিরা ট্রাকে করে পাথরচাপা দিয়ে একটি কাপড়ের চালান নিয়ে যাচ্ছিল। বিষয়টি সন্দেহ হলে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত সোমবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে। এ ঘটনায় ট্রাকচালক ও এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তবে এক চোরাকারবারি পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালক জানান, ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে যাচ্ছেন তারা। কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে গেলে নিচে থেকে কাপড়ের চালান নজরে আসে। পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২ পিস ভারতীয় শাড়ি ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে, আটককৃতরা হলেন রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম (৩২) ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম (২৪)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর