বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সুপারশপে অভিযান জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সুপারশপে অভিযান জরিমানা

চট্টগ্রামে নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে সুপারশপ বাস্কেট এবং স্বপ্নকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও ৩১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন জাকির হোসেন রোডে অবস্থিত দুটি সুপারশপে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর ও সিএমপির খুলশী থানা পুলিশ। অভিযানে নানা অসঙ্গতি থাকায় বাস্কেট সুপারশপকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং ৩১ কেজি পলিথিন জব্দ করা হয়। তাছাড়া, স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে বাস্কেট সুপারশপে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন মজুত ও ব্যবহারের দায়ে অপারেশন ম্যানেজার মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সুপারশপে পচা সবজি, ফলমূল কেটে পুনরায় প্যাকেটজাত করা ও বাসি মাছ মাংসে বর্তমান দিনের ট্যাগ লাগিয়ে প্রতারণামূলকভাবে বিক্রয় করায় আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করা হয়।

একই অভিযানে স্বপ্ন সুপারশপের ভিতরের ইমপেরিয়াল ক্যাফে এবং রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে এর স্বত্বাধিকারী নিজাম উদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, ফলমূল ইত্যাদির দাম ও মান যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর