বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেভরণের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের অন্যতম অভিজাত রোগ নির্ণয় কেন্দ্র শেভরণ। কিন্তু এখানকার দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিতে মিলল বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে ফার্মেসি দুটিকে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

জানা যায়, শেভরণের দ্বিতীয় তলায় মেসার্স শেভরণ ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছে। এ ছাড়া শেভরণের ষষ্ঠ তলায় ফার্মেসিতেও কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিসের ওষুধসহ উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

 

সর্বশেষ খবর