বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আগের বছরের একই মাসের তুলনায় ১০৭ কোটি ডলার বা ৮০ দশমিক ২২ শতাংশ বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসীরা ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের এ রেমিট্যান্স গত জুলাই মাসের তুলনায়ও ১৮ কোটি ডলার বা ৮ দশমিক ১২ শতাংশ বেশি। আগস্টে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২২ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার রেমিট্যান্স। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড হয় ২০২০ সালের জুলাইয়ে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় আসে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর