বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আজ শুভ মহালয়া

নিজস্ব প্রতিবেদক

আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজবে আজ থেকে। সূর্যের প্রথম আলোকরশ্মি শিশিরবিন্দু স্পর্শ করার আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠের মধ্যে আবাহন হবে দেবীর। দরাজ গলায় ভেসে আসবে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর; ধরণির বহিরাকাশে অন্তরিত মেঘমালা...’। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৬টায় মহালয়ার অনুষ্ঠান শুরু হবে।

সকাল সাড়ে ৭টায় পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করা হবে। সকাল ৯টায় পূজার মধ্য দিয়ে শেষ হবে মহালয়ার আনুষ্ঠানিকতা। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ১২ অক্টোবর দশমী পূজায় সম্পন্ন হবে দুর্গোৎসব।

এবার দেবীর আগমন ঘটবে ‘দোলায়’। শাস্ত্রমতে, দোলায় আগমনের অর্থ পৃথিবীতে মড়ক দেখা দিতে পারে। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর রাজধানীর ২৪০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশের প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর