শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শুধু সুষ্ঠু নির্বাচন নয় সুষ্ঠু শাসন ব্যবস্থাও চাই

মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি

শুধু সুষ্ঠু নির্বাচন নয় সুষ্ঠু শাসন ব্যবস্থাও চাই

পিরোজপুরের জিয়ানগরের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, দেশে বারবার নির্বাচন হলেও দেশ এখন পর্যন্ত ন্যায় ইনসাফে পরিপূর্ণ কোনো সরকার পায়নি। আমরা এখন পর্যন্ত দেশ গঠনের রাজনীতি পাইনি। আশ্চর্যজনক হলেও সত্যি যে, আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। এক ব্যক্তিই সব কিছুর প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। ক্ষমতা বাড়াতে সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হয়েছে। এ সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাকেই ক্ষমতায় বসাবেন, তিনিই ক্ষমতার জোরে দানব হতে বাধ্য। তাই আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থাও চাই। নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও চাই।

ক্ষমতার মোহে দেড় দশক ধরে শত শত মানুষকে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে স্বৈরশাসক হাসিনা। কুণ্ঠাবোধ করেনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে। মাসুদ সাঈদী বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। গতকাল পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার-সংলগ্ন ময়দানে অনতিবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিশাল সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর