শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মেয়রের পদে কবে বসছেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেয়রের পদে কবে বসছেন ডা. শাহাদাত

সাড়ে তিন বছরের আইনি লড়াইয়ের পর বিএনপির ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশনা দিলেও আইনি নানান বাধ্যবাধকতার কারণে সহসা মেয়রের চেয়ারে বসতে পারছেন না তিনি। আদালতের আদেশ দ্রুত কার্যকর করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।

আইনি লড়াইয়ে জয়ের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুতই চেয়ারে বসতে চান কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে। তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব নির্বাচনে কারচুপি হয়েছে তা আজ প্রমাণিত। আমি আশা করব আদালতের আদেশ দ্রুত মান্য করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আমি এখন গেজেট প্রকাশের অপেক্ষায় আছি।’ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ‘আদালত চাইলে নির্বাহী আদেশ বাতিল করতে পারেন। তাই নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশ মেনে নির্বাচন কমিশন চাইলে গেজেট প্রকাশ করতে পারে। এতে আইনগত বাধ্যবাধকতা থাকার কথা নয়।’ তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আকতার কবির বলেন, ‘সরকার নির্বাহী আদেশ দিয়ে সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর আদালত ডা. শাহাদাত হোসেনকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেছেন। ফলে এখন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন উচ্চ আদালত কিংবা নির্বাচন কমিশন। এ রায়ের বিষয়ে তারা কী সিদ্ধান্ত দেন এখন সেটা দেখার অপেক্ষায় আছি।’ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নির্বাচনি ট্রাইব্যুনালে ডা. শাহাদাতের পক্ষে রায় এলেও এখন তিনি চাইলে মেয়রের চেয়ারে বসতে পারবেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করার ৩০ দিনের সময় আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর