কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান গোলাম সারোয়ার ও আবুল হাই বাবলু, সাবেক কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোলাম সারোয়ার সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. এমরান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক পাশ করা ছাত্র। এ ছাড়া ভোলা জেলার সদর থানার শাহামাদার গ্রামের মো. শাহজানের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার ও আবদুল হাই বাবলুসহ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহমান, কুসিক সাবেক কাউন্সিলর মো. আজাদ হোসেন, বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজকে। এ ছাড়াও সদর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। মামলায় আরও ২০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।বুধবার (২ অক্টোবর) রাতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বেলতলীর মণিপুর ও চাঙ্গিনী দক্ষিণ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দাঙ্গা করে হত্যার উদ্দেশে গুরুতর জখম, ককটেল বিস্ফোরণে ত্রাস সৃষ্টি করা হয়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।