ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মামলার চার্জ গঠনের আগে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতা সান্টু আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, বিএনপি নেতা সান্টু গত ৯ আগস্ট আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত প্রতিবেদনে ফরেনসিক রিপোর্ট না দেওয়াসহ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে না পারায় চার্জ গঠনের আগে আসামি বিএনপি নেতা সান্টুকে অব্যাহতি দিয়েছেন। এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের ২০-দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন। এ ছাড়াও তিনি বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।