শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
শুক্রাবাদে বাসায় আগুন

স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শুক্রাবাদে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ নিপা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ নিপার স্বামী মোহাম্মদ টোটন মঙ্গলবার মারা যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন তাদের শিশু সন্তান বায়জিদের (৩) অবস্থাও আশঙ্কাজনক।

হাসপাতালসূত্র জানিয়েছেন, বুধবার রাত ১টায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নিপা আক্তার মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, নিপা আক্তারের শরীর ৩৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার স্বামী টোটন মারা যান। তাদের শিশু সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ২৮ সেপ্টেম্বর ভোরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ওই দম্পতির বাড়ি নরসিংদীর রায়পুরায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর