শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

কাঁচা মরিচের দামে আগুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

কাঁচা মরিচের দামে আগুন

চুয়াডাঙ্গায় সপ্তাহের ব্যবধানে ৬০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। আমদানি কম, অতিবৃষ্টি ও বন্যাকবলিত এলাকায় চাহিদা বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন, দু-এক দিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়ে যাচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়ছেন। চুয়াডাঙ্গা বড় বাজারের ক্রেতা শামীম হোসেন বলেন, এক বছরেও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আয় বাড়ছে না। কিন্তু কাঁচা সবজির দাম যখন-তখন বেড়ে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি কাঁচা মরিচের হঠাৎ মূল্যবৃদ্ধিতে সাপ্তাহিক ক্রেতাদের হিসাব পাল্টে গেছে। কাঁচা মরিচ কিনতে গেলে মাছ-মাংস ক্রয়ে লাগাম টানতে হচ্ছে। চুয়াডাঙ্গার বাজারে এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজিদরে। গতকাল ৩২০ থেকে ৪০০ টাকা। অপর ক্রেতা রবিউল ইসলাম বলেন, কর্মজীবীরা সাধারণত শুক্র ও শনিবার কাঁচা শাকসবজির বাজারে আসেন। প্রায় প্রতি সপ্তাহেই সবজিসহ জাতীয় খাদ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এটা কী দেখার কেউ নেই। চুয়াডাঙ্গা বড় বাজারের সবজি আড়তদার রজব আলী বলেন, কাঁচা মরিচের দাম উঠানামা নির্ভর করে আমদানির ওপর। এখানে ব্যবসায়ীদের কোনো হাত থাকে না। আমদানি স্বাভাবিক হলেই দাম কমে আসবে।

তিনি বলেন, বর্তমানে কম আমদানি, অতিবৃষ্টি ও বন্যাকবলিত এলাকায় চাহিদা বৃদ্ধির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর