শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থা সংস্কার কমিশন গঠনের আহ্বান খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

বিশেষজ্ঞ আলেম, ইসলামী স্কলারসহ বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে অবিলম্বে শিক্ষাব্যবস্থা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান। খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, আবদুল হাফিজ খসরু প্রমুখ।

পরিষদের নেতারা আরও বলেন, গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও জন-আকাক্সক্ষার বাস্তব প্রতিফলন প্রত্যাশা করছে জনগণ। বিশেষজ্ঞ আলেম, ইসলামী স্কলারসহ বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে অবিলম্বে শিক্ষাব্যবস্থা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিতর্কমুক্ত পাঠ্যবই তুলে দিতে হবে। তাঁরা বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। তবে এ মুহূর্তে দেশে রাসায়নিক সার ও কীটনাশকনির্ভর পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদনের কোনো বিকল্প নেই। কয়েকটি অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ায় এবারের কৃষি উৎপাদনে সংকট মোকাবিলায় কার্যকর জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান পরিষদের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর