চট্টগ্রামের চট্টেশ্বরীতে অবস্থিত রূপায়ণ আলিফ মিম টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল নগরীর আগ্রাবাদে এক হোটেলে প্রকল্পের ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে এটি হস্তান্তর করে অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। প্রকল্পের মালিকদের মাঝে সংশ্লিষ্ট কাগজপত্র হস্তান্তর করেন কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মীর মাজেদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সিওও কামাল আহমেদ বলেন, ‘আমরা আনন্দিত যে আপনাদের স্বপ্নের আবাসন তৈরি করে বুঝিয়ে দিতে পেরেছি। আমরা সব সময় চেষ্টা করে যাই আমাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে।’ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ মিয়া বলেন, ‘আমরা আমাদের কাক্সিক্ষত ফ্ল্যাট বুঝে পেয়ে আনন্দিত। আমরা আশা করি, রূপায়ণ গ্রুপের সঙ্গে আমাদের এই সম্পর্ক অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, রূপায়ণ আলিফ মিম টাওয়ার রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ৮৯তম হস্তান্তরকৃত প্রকল্প। এটি চট্টেশ্বরী রোডের মূল সড়কের পাশে অবস্থিত।