রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ছাত্র রাজনীতি সংস্কার করে বহাল রাখার পক্ষে অভিমত

ঢাবি শিক্ষার্থীদের বৈঠক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাসহ সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা গতকাল একসঙ্গে বৈঠক করেছেন। তারা সংস্কার করে ছাত্র রাজনীতি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিত্তিক ছাত্ররাজনীতির পক্ষেও মত দিয়েছেন।

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সোসাল সাইন্স ইন প্র?্যাক্সিস (এসএসপি) আয়োজিত ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ : সংস্কারের রূপরেখা’ শীর্ষক পলিসি ডায়ালগে বক্তব্য রাখেন তারা। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্য সেন হল শাখার সহ-সভাপতি ওয়াসি উদ্দিন তামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেগমল্লার বসু, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক  আরমানুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক নাইমুদ্দিন বক্তব্য রাখেন।

ডায়ালগে নির্দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির সাবেক শিক্ষার্থী সায়্যেদ আবদুুল্লাহ, ঢাবির শিক্ষার্থী নিশিথা জাহান নিহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা তামিম হাফসা। ডায়ালগে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং সহকারী প্রক্টর শেহেরীন আমিন ভুইয়া। ডায়ালগে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে নিজ সংগঠনের প্রাসঙ্গিকতা, ছাত্ররাজনীতির কাঠামো এবং রাজনৈতিক দর্শনের উপযোগিতা নিয়ে কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর