সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

আজ কবি হেলাল হাফিজের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

আজ কবি হেলাল হাফিজের জন্মদিন

দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হেলাল হাফিজের লেখালেখির সূচনা  ষাটের দশকের উত্তাল সময়ে। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কালজয়ী কবিতার এ লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। কবি ও সাংবাদিক হেলাল হাফিজের শৈশব ও কৈশোর কেটেছে নেত্রকোণা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই প্রাক্তনির প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে।  ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৬ সালে যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয় ৩৪টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’। ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান কবি হেলাল হাফিজ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর