সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

খুলনায় সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল ডাকবাংলো মোড়ের ব্যবসায়ী শেখ মো. মেরাজ হোসেন বাদী হয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. বাবুল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, মেরাজ হোসেনের বাবা ডাকবাংলো মোড়ে জেলা পরিষদের জমি ইজারা নিয়ে ব্যবসা করতেন। ২০২৩ সালের ২০ জুন তাকে জেলা পরিষদে ডেকে বরাদ্দের কাগজপত্র জমা নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ওই জমি সিটি করপোরেশনের অধীনে হস্তান্তর হওয়ায় সিটি  মেয়রকে আরও ১০ লাখ টাকা ঘুষ দিতে বলে। একপর্যায়ে ২১ জুন রাতে দোকানটি ভেঙে ফেলা হয়। আইনজীবী বাবলু হাওলাদার জানান, আদালত ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর