সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ওষুধের দাম নিয়ন্ত্রণের আহ্বান মানবাধিকার কমিশনের

নিজস্ব প্রতিবেদক

দেশে কয়েক মাস পরপরই ওষুধের দাম বৃদ্ধি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এর ফলে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশীয় কোম্পানিগুলো ওষুধের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিষয়ে এ মন্তব্য করে উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, জীবনরক্ষাকারী ওষুধের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নজরদারিসহ রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ওপরে স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। সুয়োমটোতে উল্লেখ রয়েছে, গত কয়েকদিনে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ট্যাবলেট, ভিটামিন, গ্যাস্ট্রিক ও ডায়াবেটিকসের ওষুধসহ বিভিন্ন ধরনের ইনজেকশনের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। ভোক্তা অধিদপ্তরসহ প্রশাসনের অভিযানে ভাটা পড়েছে।

এ সুযোগে ওষুধের দাম বেড়েছে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর