সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

খুরশেদের পদত্যাগ খাস্তগীরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এদিকে কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে ফের তার চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের জন্য বাড়ানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর