মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে হত্যাকাণ্ডে দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীতে পৃথক দুটি হত্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পল্লবীতে আকরাম খান রাব্বী নামে এক তরুণকে গুলিতে হত্যার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে এবং মিরপুরে মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রবিবার রাতে পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে শাহাদতকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। পল্লবী এলাকায় রাব্বী হত্যার ঘটনায় ২৫ আগস্ট একটি মামলা হয়। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শাহাদতকে শনাক্ত করা হয়। একই রাতে শাহ আলীর প্রিয়াংকা হাউজিং এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ। তিনি শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। পুলিশ বলছে, মিরপুর-১০ এলাকায় মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় ৫ অক্টোবর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। ১৯ জুলাই আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতাল এবং পরে মিরপুর মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর