মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
ড. হোসেন জিল্লুর রহমান

সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, দ্রুত নগরায়ণের ফলে স্বাস্থ্যসেবার চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এ কারণেই সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপিএইচই অডিটরিয়ামে ‘নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি’র অগ্রগতি ও মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ও বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় সেফটিনেট বাংলাদেশ এ মতবিনিময় সভার আয়োজন করে।

সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লে. কর্নেল (অব.) ডা. সৈয়দ হাসান আবদুুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও ইউ এস সিডিসি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. নিলি। এ ছাড়া, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা ও দেশের প্রথিতযশা জনস্বাস্থ্যবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর