শিরোনাম
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
অন্য রকম

ভুয়া চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়ায় অস্ত্রোপচার করার সময় এক ভুয়া চিকিৎসককে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার। ওই ভুয়া চিকিৎসক হলেন মো. কুতুবউদ্দিন। তিনি নড়াইল সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের ছেলে। কুতুবউদ্দিন বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পেছনে চেম্বার দিয়ে অর্শ ও পাইলসের চিকিৎসা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, ভুয়া চিকিৎসক ওই চেম্বারে অস্ত্রোপচার করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে ধরা হয়। পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ  দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়েছেন জানিয়ে ইউএনও বলেন, ভবিষ্যতে বানারীপাড়া উপজেলা এলাকায় এসে কোনো চিকিৎসাসেবা না দেওয়ারও মুচলেকা দিয়েছেন তিনি।

 

সর্বশেষ খবর