সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-৩) স্থাপনের চুক্তি বাতিল করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে গত রাতে বিষয়টি নিশ্চিত করেন পেট্রোবাংলা-সূত্র।
পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম স্বাক্ষরিত এক পত্রে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনে সম্পাদিত চুক্তিটি বাতিল করার আদেশ জারি করা হয়েছে। পেট্রোবাংলার নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রণালয় থেকে গতকাল বিকালে পেট্রোবাংলার কাছে এক চিঠিতে এ চুক্তি বাতিলের নির্দেশনা আসে। এরপর পেট্রোবাংলা তা সামিট গ্রুপকে জানিয়ে দেয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৬ ডিসেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল খসড়া চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী, টার্মিনাল চালুর পর থেকে ১৫ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ডলার (চুক্তিতে উল্লিখিত বিনিময় হার অনুযায়ী ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ) রিগ্যাসিফিকেশন চার্জ পাওয়ার কথা ছিল সামিট গ্রুপের। ১৫ বছরে টার্মিনালটি থেকে রিগ্যাসিফিকেশন চার্জ বাবদ সামিটের আয় দাঁড়াত অন্তত ১৭ হাজার ৩৫৪ কোটি টাকা (ডলার ১১০ টাকা হারে)।