বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
স্থানীয় সরকার উপদেষ্টার প্রশ্ন

শহরে কেন পানি জমে থাকবে?

নিজস্ব প্রতিবেদক

শহরে কেন পানি জমে থাকবে?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, শহরের মধ্যে কেন পানি থাকবে? যেখানে এত কোটি কোটি টাকা খরচ করে ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে, তাহলে গলদ কোথায় সেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানব। আশা করি সাংবাদিক এই বিষয়টি প্রচার করবেন এবং জনগণকে সচেতন করবেন। জনগণ সচেতন না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। গতকাল বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বর্ষা মৌসুমে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনকল্পে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা

পর্যালোচনার লক্ষ্যে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা নিরসনে আমাদের মন্ত্রণালয়ের অভিজ্ঞতা এবং এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, যাদের এ বিষয়ে লেখালেখি ও গবেষণা রয়েছে, তাদের কথা আমরা শুনব। তাদের বিজ্ঞ মতামত গ্রহণ করব এবং সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা আমরা করব। তিনি আরও বলেন, নর্দমায় প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম ইউস প্লাস্টিক কাপ, প্লাস্টিকের ব্যাগ আর ডাবের খোসা মন্ত্রণালয় গিয়ে ফেরে আসে না, জনগণই ফেলে, সুতরাং সেখানে তাদেরকেই সচেতন করতে হবে।

আমাদের পরিছন্নতাকর্মী পাঁচটা পরিষ্কার করবে, ইতোমধ্যে আরও ৫০টি ফেলল। তাহলে ৪৫টা থেকেই যাচ্ছে। যার পরিণতিতে আমরা আজকে জলাবদ্ধতা পাচ্ছি। এই ময়লা আবর্জনা একদিনে পরিষ্কার করা সম্ভব নয় সেটাও আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। ১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। আমরা সচেষ্ট রয়েছি কি না, মাঠে নামছি কি না সেটা আপনারা দেখবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর