শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- শাবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহ। এর মধ্যে আশিকুর ময়মনসিংহের ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শাবিপ্রবি ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। এদিকে, সোমবার বিকালে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানে তিনজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল।