বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

স্ত্রী সন্তানসহ তাপসের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী সন্তানসহ তাপসের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। উল্লিখিত ব্যক্তি এবং তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি) বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের নামের পাশে তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। ৫ আগস্টের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সে প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন এবং ১৬ মে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। গত ১৯ আগস্ট তিনিসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ খবর