বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

চাকরিবিধি মেনে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন : বিদায়ি মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বিভাগীয় কমিশনার এবং ডিসিদের নির্দেশনা দিয়েছেন বিদায়ি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনারদের সভা শেষে অনলাইনে যুক্ত হয় সব জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরের আগে এটাই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শেষ ব্রিফিং। আগামী ১৩ অক্টোবর চুক্তির মেয়াদ শেষ হলেও টানা পূজার ছুটি থাকায় আজই শেষ অফিস করবেন তিনি। এ সময় নিজের অভিজ্ঞতার আলোকে মাহবুব হোসেন কর্মকর্তাদের বলেন, আমরা প্রত্যেক সরকারি চাকরিজীবী যেন জনস্বার্থে কাজ করি। মানুষের সেবা করলে এর সুফল এ সময় কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মাহবুব হোসেন বলেন, আপনাদের (কর্মচারী) আচরণে যেন জনস্বার্থ ক্ষুণœœ না হয়। কাজে যেন সবসময় পেশাদারিত্ব থাকে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমার স্বপ্ন ছিল এক সময় সচিব হব। আল্লাহর রহমতে মন্ত্রিপরিষদ সচিব হতে পেরেছি। মানুষের জন্য ভালো কিছু করবেন সব সময়। আপনারা প্রত্যেকে সরকারি চাকরিজীবীদের জন্য যে আচরণবিধি সেটি অবশ্যই পালন করবেন। 
অধীনস্তদের সেভাবে গড়ে তুলবেন। সভার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় সরকারি আচরণবিধি মেনে চলার বিষয়ে কথা হয়। আচরণবিধি ভেঙে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির নাম ধরে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। সূত্র জানায়, কারও নাম ধরে আলোচনা না হলেও উপস্থিত সবাই বুঝতে পেরেছেন এই মুুহূর্তে এটি নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। সরকারি চাকরিজীবীদের করণীয় বর্জনীয় এ সময় মনে করিয়ে দিয়েছেন। আমরা চাকরিবিধি মেনে চলব এটাই নিয়ম। এমনকি সোশাল মিডিয়ায় কি লিখতে পারব সে বিষয়েও আমাদের কিন্তু স্পষ্ট নির্দেশনা আছে সবসময়ই।

সর্বশেষ খবর