শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মামলা নিয়ে প্রতারণার ফাঁদ

মামলা থেকে নাম কর্তন বা মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মামলা নিয়ে প্রতারণার ফাঁদ

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগ নেতাদের মামলা থেকে বাদ দেওয়া অথবা নতুন মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। গোদাগাড়ী উপজেলাতেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল এ ধরনের দুটি অভিযোগের তথ্য-প্রমাণ হাতে পেয়েছেন এই প্রতিবেদক। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাগমারার এক আওয়ামী লীগ নেতা জানান, গতকাল বেলা সোয়া ১১টার দিকে একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে জানানো হয়, তার নামে একটি হত্যা মামলা হচ্ছে। মামলা থেকে নাম বাদ দিতে চাইলে টাকা দিতে হবে। এ প্রস্তাবে রাজি হয়ে টাকার পরিমাণ ও কীভাবে পাঠাবেন তা জানতে চান তিনি। এরপর তাকে আরেকটি মোবাইল নম্বরটি দিয়ে সেটিতে ৩০ হাজার টাকা পাঠাতে বলা হয়। কিছুক্ষণ পর আবারও কল দিয়ে টাকা পাঠানো হয়েছে কি না জানতে চান। মোবাইলে কথোপকথনের একপর্যায়ে টাকা না পাঠিয়ে, পাঠানো হয়েছে বলে জানালে মোবাইলের অন্য প্রান্তের ব্যক্তি ওই আওয়ামী লীগ নেতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই পন্থা অবলম্বন করে স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতার কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে বাঘা উপজেলা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত দাবি করেন, অনেকে শুধু শুধু অভিযোগ করছেন। কেউ সামনে আসছেন না। তার পরও যদি ভয় দেখিয়ে বিএনপির কোনো নেতা-কর্মী টাকা নেয়, লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর