শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

লটারির মাধ্যমে পুলিশের বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যন্ত) কর্মস্থল নির্ধারণ করা হচ্ছে। খুলনার নবাগত রেঞ্জ ডিআইজি রেজাউল হক বদলি-পদায়নে ঘুষ লেনদেন ও পোস্টিং বাণিজ্য বন্ধে এ পদক্ষেপ নিয়েছেন। এতে বদলি হওয়া পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। জানা যায়, বিগত দিনে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের বদলি-পদায়নে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হতো। সেই অবস্থার অবসান ঘটাতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নিয়েছে পুলিশ বিভাগ। এতে হয়রানি বন্ধ ও অর্থ বাণিজ্যের অবসান হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক বলেন, অর্থের বিনিময়ে বদলি-পদায়ন করা হলে পুলিশ কর্মকর্তারা কর্মস্থলে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন না। সে কারণে লটারির ব্যবস্থা করা হয়েছে। সবাই নিজের হাতে লটারি টেনে কর্মস্থল নির্ধারণ করছেন। তিনি বলেন, নিজেদের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যারা ভালো কাজ করবেন তারা ভালো জায়গায় পদায়ন নিতে পারবেন। প্রতিবছর ভালো দক্ষ অফিসারদের কাজের মূল্যায়ন করা হবে।

সর্বশেষ খবর