বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আনন্দের সঙ্গে এই প্রথম দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষ বাংলাদেশে এখন নিরাপদ। প্রত্যেক ধর্মের মানুষ এখন যার যার উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করতে পারছে। নেই কোনো বাধা, নেই কোনো আপত্তি। গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মির্জাপুরে তাঁর নিজ বাড়িতে দুর্গা উৎসব উপলক্ষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন জাগরণে স্বাধীন হয়েছে। যার মৌলিক ঘোষণা ছিল একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালিত হবে। এ আলোকে স্বাধীনভাবে যার যার ধর্মীয় কর্মকান্ড নির্বিঘ্নে পালন করবে, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে এটাই বিশ্বাস করে।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাড়ে ৮ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডবে ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুবদল নেতা মোকাররম হোসেন সাজ্জাদ ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা প্রমুখ।