শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মহাসড়ক ময়লার ভাগাড়

আফজাল হোসেন, টঙ্গী (গাজীপুর)

মহাসড়ক ময়লার ভাগাড়

টঙ্গীর সড়ক-মহাসড়ক যেন ময়লার ভাগাড়। উৎকট গন্ধে অতিষ্ঠ নগরবাসী। টঙ্গীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ময়লার পচা পানি সড়কে উপচে পড়ায় উৎকট গন্ধে নাকাল এলাকাবাসী। সড়কের পাশ দিয়ে পথচারীদের নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটতে হচ্ছে। সড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর। সিটি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থা বলে মনে করছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকার ময়লা সড়ক-মহাসড়কে ফেলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ময়লা নিয়ন্ত্রণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। বাসাবাড়ি, দোকানপাট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা যেখানে সেখানে কিংবা সড়কে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃত্বে ময়লা নিয়ন্ত্রণের কথা থাকলেও নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। যে কারণে ময়লা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। এর মধ্যে টঙ্গী স্টেশন রোড এলকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক ফলের দোকানের ময়লা-আবর্জনা সরাসরি টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোডে ফেলা হচ্ছে। টঙ্গী নতুন বাজার উড়ালসড়কের পশ্চিম পাশ, শিলমুন আকিজ বেকারি কারখানা গেটের পুব পাশ, টঙ্গী বাজার বাসস্ট্যান্ড, আনারকলি রোড, হাজী মার্কেট, বউবাজার, জামাইবাজার, টঙ্গী বাজার, হোসেন মার্কেট, নিমতলী, আরিচপুর, আউচপাড়া, দত্তপাড়া, মিরের বাজার, পূবাইল, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কের গুরুত্বপূর্ন স্থানে বাসাবাড়ির ময়লা ফেলায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে আরিচপুর এলাকার বাসিন্দা সালাহ উদ্দিন বলেন, ‘টঙ্গী স্টেশন রোড এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ময়লার ভাগাড়। উৎকট গন্ধে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে। এসব সমস্যা অতিদ্রুত সমাধান করা উচিত।’ এ ব্যাপারে টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘ময়লা ফেলার গাড়ির সংকট রয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর