শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মসজিদ-মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মসজিদ-মন্দিরে রাজনীতির চর্চা মঙ্গল বয়ে আনে না। মসজিদ কিংবা মন্দির প্রাঙ্গণে রাজনীতি চর্চা কাম্য নয়। গতকাল বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের দেশ ও ঐতিহ্য হলো আমাদের অর্জন। একে রক্ষার দায়িত্ব আমাদেরই। একই সঙ্গে আমাদের সমস্যাগুলো নিজেদেরই সমাধান করতে হবে। বাইরে থেকে কেউ এসে সেটা করবে না। কোনো ভিন দেশি আমার-আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে।

গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই-সংগ্রাম করছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার দ্রুততম সময়ে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির সমন্বয়ে একটি সংসদ গঠিত হবে। যে আকাক্সক্ষা নিয়ে আমরা লড়াইটা করছি, নির্বাচিত সরকার সেই লড়াইয়ের সুফল প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দেবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর