মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টা

বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ‘বুঙ্গার’ চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে আটক দুই নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। এর আগে রবিবার দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর সেতু এলাকা থেকে ওই দুই নেতা ও চোরাচালানে জড়িত আরও চারজনকে আটক করে পুলিশ।

চিনি ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক ও বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন (৪২) ও ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান (৪৩)। আর চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন মনির আহমদ (৩২), তোফায়েল আহমদ (২৬), মো. শাহীন আহমদ (২৫) ও নজরুল ইসলাম (৪২)। ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছয়জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল।  এদিকে, ভারতীয় ‘বুঙ্গার চিনি’ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ঘটনার দিন রাতেই গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানায় মহানগর বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর