বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গুতে মৃত্যু আরও আটজনের

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১০৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ২২৩ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৭৬৪ রোগী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ১১৫ জন নারী। শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে দুজন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্যে ছয়জন ঢাকা বিভাগে, একজন বরিশাল বিভাগে ও একজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। মৃতদের মধ্যে চারজনই ঢাকা দক্ষিণ সিটি এলাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৩৭ জন।

সর্বশেষ খবর