বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা কীভাবে ধরে রাখবে, সে চিন্তাতেই ব্যস্ত অন্তর্বর্তী সরকার। আর প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মাণে ভূমিকা রাখা শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আমরা আগেই বলেছি ফ্যাসিবাদের পতন হলেও তাদের অর্থনৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোসররাই এ কাজটা করেছে। ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উঁকি দিচ্ছে। আমার কষ্ট লাগে এখন যে সরকার আছে তারা নির্বিকার। তারা ক্ষমতা কীভাবে ধরে রাখবে সে চিন্তাতেই ব্যস্ত আছে।