ঢাকা মহানগরী আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সহযোগী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত নেতা শাহাবুদ্দিন। তিনি ৬ এপ্রিল গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে শাহে আলম মুরাদের সঙ্গী ছিলেন। ক্যাসিনোসম্রাটের অন্যতম সহযোগী, বঙ্গবাজার মার্কেট পোড়ানো মামলার অন্যতম আসামি এ শাহাবুদ্দিন। ১৭ এপ্রিল রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবি।
সংশ্লিষ্টরা বলছেন, গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে মূলত শাহাবুদ্দিন লোকজন জড়ো করে দেন। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাে শাহাবুদ্দিন অস্ত্রের জোগানদাতা ছিলেন। তার নেতৃত্বে ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা করা হয়। শাহবাগ থানার অন্তর্গত ঢাকা ইউনিভার্সিটি, শহীদ মিনার, টিএসসি, গুলিস্তান ও আনন্দবাজার ছিল তার হামলার মূল ঘাঁটি। শাহাবুদ্দিন বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বঙ্গবাজার, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ওই এলাকার ব্যবসায়ীরা। ২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজারে আগুনের ঘটনায় তিনি জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।