মার্চেন্ট পাওয়ার প্লান্ট পলিসি দ্রুত সময়ের মধ্যে অনুমোদিত হবে। তখন চট্টগ্রামের কেউ চাইলে দিনাজপুরের গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। গতকাল রাজধানীর সামরিক জাদুঘরে সবুজ জ্বালানি অলিম্পিয়াডে তিনি এ কথা বলেন। বিডব্লিউজিইডি ও ক্লিনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, মার্চেন্ট পাওয়ার প্লান্ট পলিসি নবায়নযোগ্য জ্বালানি প্রসারে অনেক ভূমিকা রাখবে। এর আওতায় কোনো উদ্যোক্তা নিজের উৎপাদিত বিদ্যুৎ তৃতীয় পক্ষের কাছে বিক্রির সুযোগ পাবেন। জাতীয় গ্রিড ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে বিক্রি করতে পারবেন। এতে করে উদ্যোক্তারা বাজার খুঁজে নিতে পারবেন, এতে আর্থিকভাবে লাভবান হবেন। নবায়নযোগ্য বলতে আমরা সোলারকে বুঝি। কিন্তু আমাদের কক্সবাজারে বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে একটি কোম্পানি। তারা নতুন করে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে। এর অর্থ হচ্ছে খাতটি সম্ভাবনাময়। ২০২৬ সালের মধ্যে সব গার্মেন্টে সৌর বিদ্যুতের প্যানেল বসবে। এটা করতে পারলে বড় অগ্রগতি হবে।