বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম ও বুড়িমারী স্টেশনে চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ করা হয়েছে। ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চার দিন ধরে জেলা শহরের সঙ্গে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকাল দুপুরে রেলপথ অবরোধের সময় পাটগ্রাম ও বুড়িমারী রেলস্টেশনে আয়োজিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রবিবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কও অবরোধ করা হবে।
এদিকে ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
জানা গেছে, চালুর পর থেকেই আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট-ঢাকা পথে চলাচল করছে। এতে জেলার চার উপজেলার মানুষ সরাসরি এর সুবিধা থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে ট্রেনটিকে বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে ঢাকা পথে চালানোর দাবি করে আসছেন।
এ সময় বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পাটগ্রাম শিক্ষক প্রতিনিধি ওয়ালের রহমান সোহেল, পাটগ্রাম ব্যবসায়ী প্রতিনিধি আলিনুর হক লাইজু, ফজল মাহমুদ ও পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহ্বায়ক এ টি জেড সিদ্দিকী কাঁকন প্রমুখ।