পাবনায় ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি গেঞ্জি কারখানায় গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিক রবিউল ইসলাম প্রামাণিক নামের ভুক্তভোগী ব্যবসায়ী পাবনা সদর থানায় অভিযোগ দিলেও কোনো মামলা নেয়নি পুলিশ। রবিউল ইসলাম অভিযোগ করেন, পাবনার হিমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুরে নবাব ট্রেডার্স নামে তার একটি গেঞ্জির কারখানা আছে। নুর, আশরাফ, জিয়া ও জান্নাত নামে কয়েকজন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ২১ এপ্রিল রাত সাড়ে ৮টায় চাঁদার জন্য পিস্তল, ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ এবং হকিস্টিক নিয়ে তার কারখানায় হামলা চালায় তারা। কারখানা ভাঙচুর করে এবং ১ লাখ টাকার গেঞ্জি লুটপাট করে। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়ে তারা।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, তারা মামলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন। ভুক্তভোগীকে থানায় ডেকেছেন, ওই ব্যবসায়ী সুস্থ হয়ে থানায় গেলে মামলা নিয়ে নেবেন।