সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি তরল স্বর্ণ জব্দসহ আলিম উদ্দিন (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আলিম উদ্দিনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোহোরা এলাকায়। কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল বলেন, গতকাল সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন। তাকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভিতরে পেস্ট আকারে রাখা তরল স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের পরিমাণ প্রায় দেড় কেজি বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলিমের সঙ্গে একই বিমানে আরেকজন স্বর্ণ চোরাচালানি ছিলেন। তাকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।