দেশে চিকিৎসাসেবা ও শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এখনই নিতে হবে প্রয়োজনীয় উদ্যোগ। এজন্য মেডিকেল শিক্ষার কারিকুলাম ঢেলে সাজাতে হবে এবং পরিবর্তন আনতে হবে সেবা দেওয়ার পদ্ধতিতে। গতকাল আন্তর্জাতিক মেডিসিন সম্মেলনে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞরা এ বিষয়ে জোর দিয়েছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘সবার জন্য উন্নত চিকিৎসা’ স্লোগানে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে অন্তত ১০টি সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। গত শুক্রবার শুরু হয়ে আজ পর্দা নামবে এ সম্মেলনের। অনুষ্ঠানে দেশের দুই হাজারেরও বেশি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন। এবারের সম্মেলনে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের নানা দেশ থেকে ১০ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার সঙ্গে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতির সংযোগ স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সোসাইটির সদস্যসচিব মুহাম্মদ জাকারিয়া আল আজিজ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এম এ ফয়েজ প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মনির-উজ-জামান বলেন, দেশে ১১৪টি মেডিকেল কলেজের মধ্যে ৩৭টি সরকারি থাকলেও মেডিসিন বিভাগের জনবল এখনো প্রয়োজনের তুলনায় কম। তিনি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।