৭ মে, ২০২০ ০৬:৩৪

ফেনীতে নারী ভাইস চেয়াম্যান ও ২ কিশোরীর করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি

ফেনীতে নারী ভাইস চেয়াম্যান ও ২ কিশোরীর করোনা শনাক্ত

ফেনীতে এক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও দুই কিশোরীর করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন (৪০) দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নরুল্লাপুর গ্রামের, আরেকজন (১৩) ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের ও অপরজন (১৭) চট্রগ্রামের মিরসরাইয় উপজেলার করেরহাটের।

মিরসরাইয়ের কিশোরী তার নানার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে বেড়াতে এসেছিল। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউ সেবার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। 

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে মোট ৭জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২জন সুস্থ হয়ে যাওয়ায় বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ পর্যন্ত ফেনীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯৫ জনের। ফলাফল পাওয়া গেছে ৩০৬ জনের। করোনা প্রজেটিভ ৭জন। অপেক্ষামান ১৮৯।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর