১ আগস্ট, ২০২০ ১৩:২৯

আরও ভয়ঙ্কর করোনা, আবারও বিশ্বে একদিনে রেকর্ড আক্রান্ত

অনলাইন ডেস্ক

আরও ভয়ঙ্কর করোনা, আবারও বিশ্বে একদিনে রেকর্ড আক্রান্ত

যতই দিন যাচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস।  বিশ্বজুড়ে এর সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আক্রমণ রেখা উঠতির দিকেই অব্যাহত আছে। চব্বিশ ঘণ্টার হিসেবে করোনার সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও শুক্রবারের হিসাব ধরে জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় বিশ্বজুড়ে রেকর্ড ২ লাখ ৯২ হাজার ৫২৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর আগে বিশ্বজুড়ে করোনা শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল ২৪ জুলাই, ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন।

এই সময়ে নতুন আক্রান্তদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় চারটি দেশের অবস্থানই যথাক্রমে শীর্ষ চারে।

প্রায় তিন লাখ নতুন আক্রান্ত নিয়ে ডব্লিউএইচও’র হিসাব মতে, বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখের বেশি।

চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৮১২ জনের। তাতে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার।

জুলাই মাসে প্রতিদিন গড়ে করোনায় ৫ হাজার ২০০ মৃত্যু দেখেছে বিশ্ব, যা জুন মাসের গড় থেকে ঢের বেশি। জুন মাসে প্রতিদিন গড়ে মৃত্যু ছিল ৪ হাজার ৬০০।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, ১ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ মানুষ; বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫ লাখ ৯১ হাজার।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর