২৬ মে, ২০২১ ১১:৫৪

টিকার জন্য ভারতকে চাপ না দেওয়ার সিদ্ধান্ত ভুটানের

অনলাইন ডেস্ক

টিকার জন্য ভারতকে চাপ না দেওয়ার সিদ্ধান্ত ভুটানের

ভুটান প্রধানমন্ত্রী লোটে শেরিং

ভারত ইতোমধ্যে ভুটানকে দুই ধাপে প্রায় সাড়ে ৫ লাখ ভ্যাকসিন সরবরাহ করেছে। রিপোর্ট অনুযায়ী, দেশটির ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে ভারতে করোনা মহামারীর ভয়াবহতায় টিকার জন্য ভারতকে আর চাপ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুটান।  

ভুটানের গণমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিভিশনে এক ভাষণে ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ নিয়েতারা ভ্যাকসিন সরবরাহের জন্য নয়াদিল্লিকে চাপ দেবে না কারণ ভারতেরই টিকার প্রয়োজন সবচেয়ে বেশি।

প্রধানমন্ত্রী বলেন, ভারত করোনা টিকা সরবরাহের আশ্বাস দিয়েছিল। চাপ প্রয়োগ করলে হয়তো দ্বিতীয় ডোজ দেবে। কিন্তু ভারতের মানুষের জীবন বাঁচানোর জন্য তাদেরই টিকা প্রয়োজন। এ অবস্থায় চাপ দেওয়া উচিত নয়। ভুটান অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য অন্যান্য দেশের কাছে যাবে। 

এদিকে, ভ্যাকসিন উৎপাদনের জন্য ভারত আন্তর্জাতিক ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়াও  রাশিয়ার কাছ থেকেও টিকা কিনছে দেশটি।  

 


বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

সর্বশেষ খবর