১ জুন, ২০২১ ১০:৪৪

তুরস্কের আগেই আসছে ইরানের ভ্যাকসিন

অনলাইন ডেস্ক

তুরস্কের আগেই আসছে ইরানের ভ্যাকসিন

তুরস্কের আগেই আগামী সপ্তাহে বাজারজাত হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'কোভ-ইরান বারেকাত' ভ্যাকসিন। কারণ এটি মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের তিনটি ধাপের সবগুলোতেই সফলতা দেখিয়েছে। 

বারেকাত গ্রুপের মহা ব্যবস্থাপক হাসান জালিলি বলেন, 'চলতি ফার্সি বছরে এই টিকার ৩০ লাখ ডোজ উৎপাদন করা হবে। তারপরই টিকা উৎপাদনের পরিমাণ এক কোটি ৮০ লাখে উন্নীত করা হবে।'   

তিনি আরও জানান, 'স্বাস্থ্য মন্ত্রণালয় তৃতীয় ক্লিনিক্যাল টেস্টের ফলাফল নিশ্চিত করলে যত তাড়াতাড়ি সম্ভব এই টিকার গণ-উৎপাদন শুরু হবে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই টিকার অভিযান শুরু হতে যাচ্ছে।'

জানা গেছে, প্রথম এক মাসে নতুন এই ভ্যাকসিন উৎপাদনের পরিমাণ হবে দশ লাখ। পরে ধাপে ধাপে বেড়ে আগস্টের শেষে এই পরিমাণ হবে দেড় কোটি ডোজ। এর মাধ্যমে ইরান তুরস্কের আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারজাত করতে সক্ষম হল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ মানবিক ও আর্থিক বিপর্যয়ে পড়ে ইরান। এর মধ্যেই দেশটি গতবছর ডিসেম্বর মাসে এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে।  

 

বিডি প্রতিদিন/ অন্তরা কবির

সর্বশেষ খবর