১১ জুন, ২০২১ ১২:৪৬

ব্রিটেনের নতুন সংক্রমণের ৯১ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

অনলাইন ডেস্ক

ব্রিটেনের নতুন সংক্রমণের ৯১ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

প্রতীকী ছবি

ব্রিটেনে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের ৯১ শতাংশই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, গত রাতের হিসাবে দেখা গেছে ৯১ শতাংশ মানুষ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ভ্যারিয়েন্টটি বেশি সংক্রমণের জন্য দায়ী সেটি আগেই বলা হচ্ছিল। তখন ব্রিটেন বলেছিল এটি ৪০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দু’টি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট। ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।

ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর