গত এক সপ্তাহের তুলনায় সোমবার কুমিল্লায় করোনায় আক্রান্তের হার দ্বিগুণ বেড়েছে। আজ সোমবার কুমিল্লায় ২৯২টি নমুনার ফল আসে। এর মধ্যে আক্রান্ত হন ৪৭ জন। আক্রান্তের হার ১৬.১ শতাংশ।
সংখ্যা ও হার বিবেচনায় যা গত এক মাসে সর্বোচ্চ। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, রবিবার কুমিল্লায় করোনায় আক্রান্তের হার ছিল ৮.৫, শনিবার ৯.১, শুক্রবার ১৪.১, বৃহস্পতিবার ৭ ও বুধবার ৯.৭ ও মঙ্গলবার ৮ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন।করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৪৫১ জন মারা গেছেন। এদিন বিদেশগামী ১২৫ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর